ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেলো এনভয় টেক্সটাইল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মে ২৪, ২০১৮
রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেলো এনভয় টেক্সটাইল পুরস্কার নিচ্ছেন এনভয় টেক্সটাইলের পরিচালক তানভীর আহমেদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের শিল্পখাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৬’ পেয়েছে ময়মনসিংহের ভালুকায় প্রতিষ্ঠিত এনভয় টেক্সটাইল লিমিটেড। 

বৃহস্পতিবার (২৪ মে) এনভয় গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, মঙ্গলবার (২২ মে) ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে এনভয় টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের পক্ষে ট্রফি ও সনদপত্র গ্রহণ করেন কোম্পানির পরিচালক তানভীর আহমেদ।


  
এর আগে গত ৮ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয় ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৬’ এর জন্য মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এবার ছয়টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।  

জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এ পুরস্কার দিচ্ছে সরকার।
 
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এসএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।