শনিবার (০৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিএমডব্লিউয়ের তিনটি মডেলের অত্যাধুনিক গাড়ি দেশের বাজারে উন্মোচন করা হয়েছে।
নতুন তিনটি মডেল হচ্ছে- বিএমডব্লিউ ৫৩০ই, বিএমডব্লিউ ৭৪০ এলই এক্সড্রাইভ এবং বিএমডাব্লিউ এক্স ৫ এক্সড্রাইভ ৪০ই।
বিদ্যুৎচালিত আই পারফরম্যান্স প্লাগ-ইন হাইব্রিড ভেহিক্যাল (পিএইচইভিএস) এর বাংলাদেশে একমাত্র অনুমোদিত আমদানিকারক কোম্পানি এক্সিকিউটিভ মোটরস লিমিটেড।
এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জার্মানি থেকে আমদানি করা গাড়ির প্রতিটির খরচ পড়ছে বাংলাদেশি টাকায় ২ কোটি ১৮ লাখ টাকা।
আমদানিকারক কোম্পানির অপারেশন বিভাগের পরিচালক দেওয়ান মুহাম্মদ সাজিদ আফজাল বলেন, তেল ও বিদ্যুতের সমন্বয়ে এই মডেলের গাড়িতে ৩৩ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে। বিএমডব্লিউ গাড়িতে ব্যবহৃত উপযোগী এবং উদ্ভাবনী কার্যকরী প্রযুক্তি নিয়ে যে কাজ করছে, তার প্রতিফলনই হচ্ছে বিএমডব্লিউ আই-পারফরমেন্স অটোমোবাইল।
‘প্রতিদিন বিদ্যুৎচালিত গাড়ি চালানোর সর্বোচ্চ উপভোগের বিষয়টি নিশ্চিত করছে বিএমডব্লিউ। অত্যাধুনিক ও অভিনব সব ফাংশনের ব্যবহার নিশ্চিত করা হয়েছে নতুন মডেলের গাড়িগুলোতে। ’
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএমডব্লিউ ৭৪০ এলই এক্সড্রাইভে ১২ ভল্টের ব্যাটারি রয়েছে। মাত্র সাড়ে তিন ঘণ্টায় ফুল চার্জে ৩০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে জ্বালানি তেল ছাড়াই। তেল ও বিদ্যুতে ভ্রমণের ফলে ব্যাটারি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে থাকবে।
এই মডেলের গাড়িতে জ্বালানি তেলের ক্যাপাসিটি ৪৬ লিটার। ঘণ্টায় সাধারণ গতি ১০০ কিলোমিটার, সর্বোচ্চ গতি ১৪০ কিলোমিটার।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বিএমডব্লিউ ইড্রাইভ ও বিএমডাব্লিউ টুইনপাওয়ার টর্বো প্রযুক্তি বিশ্বের সেরা দু’টি উদ্ভাবন। প্রতিটি বিএমডব্লিউ প্লাগ-ইন হাইব্রিড গাড়ি নতুন আই পারফরম্যান্স মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এ প্রযুক্তি কম জ্বালানি খরচ করে সর্বোচ্চ কর্মক্ষমতা দিয়ে থাকে।
আর আই পারফরম্যান্সের ইলেক্ট্রিক মটর, ব্যাটারি সেল ও ইলেক্ট্রিক কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে কারিগরি সহায়তা পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিটা গাড়ি কেনার সঙ্গে ক্রেতা পাঁচ বছর সার্ভিস, পার্টস, রক্ষণাবেক্ষণ ও মেরামত সুবিধা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। ফলে কেনার দিন থেকে ৫ বছর বাড়তি খরচ ছাড়াই চালানো যাবে বিএমডব্লিউযের নতুন গাড়িগুলো।
এ সময় এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের আফটার সেলস বিভাগের পরিচালক মো. বজুলর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমআইএস/এমএ