শনিবার (১৭ নভেম্বর) বিকেলে মিলটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্বোধনের আট ঘণ্টা পর রাত ৩টার দিকে আখ মাড়াই অবস্থায় মিলের স্ট্রিম লাইনের পাইপ ফেটে যায়।
ঘটনার পর থেকে চিনি উৎপাদন বন্ধ রয়েছে। তবে বর্তমানে যান্ত্রিক ত্রুটি সাড়াতে মেরামতের কাজ চলছে। আশা করছি রাত ৮টার পরপরই পুনরায় মিল চালু করা সম্ভব হবে। এতে মিলের কোনো ক্ষতি হবে না বলেও জানান প্রকৌশলী মিজানুর রহমান।
শুক্রবার (১৬ নভেম্বর) বিকেলে চিনিকল চত্বরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ডোঙ্গায় আখ ফেলে অতিথিরা আখ মাড়াই মৌসুম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
জিপি