ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প

নাটোর চিনিকলের সেফটি ট্যাংক ধস, উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
নাটোর চিনিকলের সেফটি ট্যাংক ধস, উৎপাদন বন্ধ নাটোর সুগার মিল লিমিটেড (ফাইল ফটো)

নাটোর: নাটোর চিনিকলের মূল স্ট্রাকচারের তিনটি সেন্ট্রিফিউগাল সেফটি ট্যাংক (আইবিম ট্যাংক) ধসে পড়ায় চিনি উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান ট্যাংকটির নিচে কর্মরত একজন প্যান হেলপার।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) নাটোর চিনিকলের জেনারেল ম্যানেজারের (জিএম, কারখানা) মাধব চন্দ্র মন্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে বিকট শব্দে চিনিকলের মূল স্ট্রাকচারের তিনটি আইবিম ধসে পড়ে যায়।

এতে ট্যাংক ভেঙে বিপুল পরিমাণ তরল গুড় ছিটকে নিচে পড়ে যায়। ট্যাংক ধসের সময় মিলের নিচতলায় একটি যন্ত্রের ভাল্ব খোলার সময় রাব্বেল হোসেন নামে একজন প্যান হেলপার (সহকারী) অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।  

তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা চিনিকল কর্তৃপক্ষ না জানাতে পারলেও শ্রমিক-কর্মচারীদের ধারণা দুই দশক ধরে মেয়াদোত্তীর্ণ লোহার পাতের ওপর ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ  স্থাপনের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো, শহীদুল্লাহ বাংলানিউজকে বলেন, ট্যাংক ধসের ঘটনাটি করপোরেশনকে জানানো হয়েছে। এরই মধ্যে বিশেষজ্ঞ প্রকৌশলীদের একটি দল ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্য রওনা দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।