বৃহস্পতিবার (২৯ নভেম্বর) নাটোর চিনিকলের জেনারেল ম্যানেজারের (জিএম, কারখানা) মাধব চন্দ্র মন্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে বিকট শব্দে চিনিকলের মূল স্ট্রাকচারের তিনটি আইবিম ধসে পড়ে যায়।
তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা চিনিকল কর্তৃপক্ষ না জানাতে পারলেও শ্রমিক-কর্মচারীদের ধারণা দুই দশক ধরে মেয়াদোত্তীর্ণ লোহার পাতের ওপর ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ স্থাপনের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো, শহীদুল্লাহ বাংলানিউজকে বলেন, ট্যাংক ধসের ঘটনাটি করপোরেশনকে জানানো হয়েছে। এরই মধ্যে বিশেষজ্ঞ প্রকৌশলীদের একটি দল ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্য রওনা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
জিপি