ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প

‘অবকাঠামো খাতের উন্নয়ন হওয়ায় বিনিয়োগ বাড়ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
‘অবকাঠামো খাতের উন্নয়ন হওয়ায় বিনিয়োগ বাড়ছে’ বক্তব্য রাখছেন সালমান ফজলুর রহমান। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: গত বছর ৩৬১ কোটি ডলারের সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) এসেছে বাংলাদেশে। দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ বিনিয়োগ। অবকাঠামো খাতে উন্নয়নের কারণেই দেশে বিনিয়োগ বাড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

সোমবার (২৪ জুন) রাজধানীর সোনারগাঁ হোটেলে ‘ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট (ডব্লিউআইআর) বা বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন ২০১৯ ও বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বিশ্বের অন্য দেশের তুলনায় প্রতিবছর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়ছে।

অবকাঠামো খাতে উন্নয়নের কারণেই দেশে বিনিয়োগ বাড়ছে। তাই নেতিবাচক দিকগুলো দ্রুত কাটিয়ে এগিয়ে যেতে হবে উন্নত বিশ্বের দিকে।

সালমান ফজলুর রহমান বলেন, দেশে দক্ষ জনশক্তি তৈরি করতে স্কিল ডেভেলপমেন্ট অথরিটি করার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেন, দেশে বিনিয়োগের অনেক খাত রয়েছে। এ দেশকে বিশ্বের কাছে সবদিক দিয়েই ইতিবাচকভাবে তুলে ধরতে হবে। তবেই দ্রুত এগিয়ে যাবে প্রাণের বাংলাদেশ।

বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ও  এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম।

সেমিনারে মূল প্রতিবেদন উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।

এদিকে স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত (এলডিসি) দেশগুলোর মধ্যে গত বছর এফডিআই-প্রবাহে শীর্ষ ছিলো বাংলাদেশ। সেসময় দেশে মোট এফডিআই এসেছে ৩ দশমিক ৬১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এসএমএকে/এইচএডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।