সোমবার (২২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির।
তিনি আরও বলেন, এ আমদানির কারণে লবণ কারখানাগুলো হুমকির মুখে পড়ছে। একে একে বন্ধ হয়ে যাচ্ছে। চাষিদের লবণ অবিক্রিত থেকে যাচ্ছে। এ পরিস্থিতিতে দেশীয় লবণ চাষি ও মিল মালিকদের বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- উৎপাদন ও চাহিদার সঠিক তথ্য নিরূপণ, সোডিয়াম সালফেডের বাণিজ্যিক আমদানি নিষিদ্ধকরণ, লবণ মিল মালিকদের ইস্যুকৃত বন্ড লাইসেন্স বাতিল ও নতুনভাবে কোনো বন্ড লাইসেন্স না দেওয়া, দেশীয় লবণ মিল ও চাষিদের রক্ষায় দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি (কক্সবাজার) আব্দুল কাদের মাস্টার, সহ-সভাপতি (খুলনা) ওমর ফারুক মিঠু, কার্যনির্বাহী সদস্য (নারায়ণগঞ্জ) আবু হানিফ ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য (ঝালকাঠি) গোলাম সারওয়ার প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এমএমআই/এইচএডি