ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প

চিনিশিল্পের আধুনিকায়নে কাজ করছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
চিনিশিল্পের আধুনিকায়নে কাজ করছে সরকার

চুয়াডাঙ্গা: চিনিশিল্পকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, চিনিশিল্পের আধুনিকায়নে কাজ শুরু করেছে সরকার।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কেরু অ্যান্ড কোম্পানিসহ দেশের সবকটি চিনিকল আধুনিকায়ন করা হবে।

একইসঙ্গে কেন মিলগুলো ধারাবাহিক লোকসান গুনছে, তাও চিহ্নিত করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর, খাদ্য ও চিনি শিল্প করপোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল, জেলা প্রশাসক (ডিসি) নজরুল ইসলাম সরকার ও জেলা পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান।  

এর আগে দুপুরে মন্ত্রী কেরু অ্যান্ড কোম্পানি চত্বরে বৃক্ষরোপণ করেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।