সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে দিনভর এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাথার রাজস্ব কর্মকর্তা নাছিদুল হক।
তিনি বাংলানিউজকে জানান, সনাতন সম্প্রদায়ের দীপাবলি ধর্মীয় উৎসবে সরকারি ছুটিতে বেনাপোল বন্দরের সঙ্গে ২৮ অক্টোবর আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, ছুটির মধ্যে যাতে বন্দরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দু’বন্দরে প্রবেশের অপেক্ষায় প্রায় ৫ শতাধিক আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্পকার খানার কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী ও পচনশীল জাতীয় খাদ্যদ্রব রয়েছে। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাটজাত পণ্য ও মাছ।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এএটি