বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে মাসব্যাপী বিসিক ‘তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা-২০১৯’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র খায়রুজ্জামান লিটন।
মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে, সরকার কোনো অঞ্চলকে পিছিয়ে রাখতে চায় না।
তিনি আরও বলেন, রাজশাহী কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে। কিন্তু শিল্পায়নে আমরা পিছিয়ে আছি। আমি প্রথম মেয়াদে মেয়র থাকাকালে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ও গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) শীর্ষ নেতাদের ও শিল্পপ্রতিষ্ঠান মালিকদের রাজশাহীতে এনেছিলাম। তাদের সঙ্গে আলোচনা করেছিলাম কীভাবে রাজশাহীতে শিল্পায়ন করা যায়। তারা রাজশাহীতে শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়েছিল। এরপর ৫ বছর আমি না থাকায় সেই কাজ থেমে যায়। শিল্পায়ন প্রতিষ্ঠার ব্যাপারে অতীতেও উৎসাহ-আগ্রহের কমতি ছিল না। এখনও উৎসাহ-আগ্রহের কমতি নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান। তিনি বলেন, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৫ শতাংশ আসে শিল্প থেকে। এরমধ্যে বিসিকের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। দেশে ৭৬টি শিল্পনগরী আছে। অর্থনীতিতে বিসিকের অনেক অবদান রয়েছে। তবে বিসিকের অনেক সফলতা রয়েছে, কিছু ব্যর্থতাও আছে।
তিনি বলেন, ২০৩০ সালের প্রায় তিন হাজার একর জমিতে ৫০টি শিল্পপার্ক হবে। এসব শিল্প নগরীতে প্রশিক্ষণ কেন্দ্রও থাকবে। থাকবে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। আর রাজশাহীতে বিসিক-২ এর কাজের জন্য জমি অধিগ্রহণ শেষ হয়েছে, শিগগিরই মাটি ভরাটের কাজও শেষ হবে। আশা করা যাচ্ছে, আগামী দেড় বছরে মধ্যেই বিসিক-২ এর কাজ শেষ হবে।
বিসিক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক তামান্না রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) খলিলুর রহমান।
এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। পরে মেয়র ও বিসিক চেয়ারম্যানসহ অন্যান্য অতিথিরা স্টল ঘুরে দেখেন। মেলায় মোট ২৭টি স্টল বসেছে। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মেলা চলবে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএস/ওএইচ/