নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বুধবার (২২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম বন্দর এবং বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের আমদানি-রপ্তানি ব্যবসা সহজীকরণে কর্মপরিকল্পনা উপস্থাপন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।
নৌ মন্ত্রণালয় জানায়, ‘ইজ অব ডুয়িং বিজনেস’ এর অধীনে উক্ত বন্দর কর্তৃপক্ষগুলোর আমদানি-রপ্তানি ব্যবসা সহজীকরণের লক্ষ্যে মন্ত্রণালয় এই স্ট্যাডি করার পদক্ষেপ নেয়।
বন্দর ব্যবহারকারীদের দক্ষতার সঙ্গে কার্যকরভাবে প্রয়োজনীয় সেবা দেওয়ার ক্ষেত্রে স্ট্যাডি রিপোর্ট কাজে আসবে। বন্দরকে আরও ব্যবহারকারীবান্ধব, কার্যকর ব্যয় ও সেবা দেওয়ার জন্য সময় হ্রাস করা স্ট্যাডি রিপোর্টের উদ্দেশ্য।
স্ট্যাডির কর্মপরিকল্পনা উপস্থাপনের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে কর্মশালার আয়োজন করা হয়। এতে ৪০ জন কর্মকর্তা ও স্টেকহোল্ডাররা অংশ নেন।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ এবং বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এমআইএইচ/এইচএডি/