ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিবিসি’র প্রজেন্ট ক্যানভাস অনুমোদন পেল

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, জুন ২৭, ২০১০

অবশেষে বিবিসি’র নতুন প্রকল্প ক্যানভাস অনুমোদন করল বিবিসি ট্রাস্ট। প্রকল্পে ব্রডব্যান্ড ইন্টারনেট ভোক্তারা খুব সহজেই টিভি সেটের মাধ্যমে অন ডিমান্ড সেবা উপভোগ করতে পারবেন।

সেবাটি প্রদানে বিবিসি’র সঙ্গে জোট বেঁধেছে আইটিভি, চ্যানেল ফোর, ফাইভ, বিটি, টকটক এবং আর্কুইভা। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে ক্যানভাস প্রকল্প বিবিসি ট্রাস্টের অনুমোদনের অপেক্ষায় ঝুলে ছিল। সর্বপ্রথম প্রকল্পটির ঘোষণা দেওয়া হয় ২০০৮ সালে।  

বিবিসি’র এই প্রকল্পের সমালোচনা করেছে চ্যানেল স্কাই। তাদের মতে, বিবিসি একটি অপ্রোয়জনীয় সেবায় জোটবদ্ধ হয়েছে। কারণ সেবাটি ক্রমবর্ধমান ইন্টারনেট টিভির বিশ্ব বাজারকে নষ্ট করবে। তবে বিবিসি ট্রাস্টের ডায়েন কয়েল জানান, লাইসেন্সধারী ভোক্তারা ব্রডব্যান্ড যুক্ত টিভির মাধ্যমে বিনামূল্যে অন ডিমান্ড সেবা উপভোগ করতে পারবেন। যা ভোক্তাদের অনলাইন ডিজিটাল বিনোদনে নতুন মাত্রা যুক্ত করেছে।    

বাংলাদেশ স্থানীয় সময় ১৪০৬ ঘণ্টা, জুন ২৭, ২০১০
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।