অবশেষে বিবিসি’র নতুন প্রকল্প ক্যানভাস অনুমোদন করল বিবিসি ট্রাস্ট। প্রকল্পে ব্রডব্যান্ড ইন্টারনেট ভোক্তারা খুব সহজেই টিভি সেটের মাধ্যমে অন ডিমান্ড সেবা উপভোগ করতে পারবেন।
বিবিসি’র এই প্রকল্পের সমালোচনা করেছে চ্যানেল স্কাই। তাদের মতে, বিবিসি একটি অপ্রোয়জনীয় সেবায় জোটবদ্ধ হয়েছে। কারণ সেবাটি ক্রমবর্ধমান ইন্টারনেট টিভির বিশ্ব বাজারকে নষ্ট করবে। তবে বিবিসি ট্রাস্টের ডায়েন কয়েল জানান, লাইসেন্সধারী ভোক্তারা ব্রডব্যান্ড যুক্ত টিভির মাধ্যমে বিনামূল্যে অন ডিমান্ড সেবা উপভোগ করতে পারবেন। যা ভোক্তাদের অনলাইন ডিজিটাল বিনোদনে নতুন মাত্রা যুক্ত করেছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪০৬ ঘণ্টা, জুন ২৭, ২০১০
এমআই/এসএইচ