ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বকাপ কৌতূহলে ফিফা ওয়েবসাইটে রেকর্ড

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, জুন ২৯, ২০১০
বিশ্বকাপ কৌতূহলে ফিফা ওয়েবসাইটে রেকর্ড

ফিফার চলতি বিশ্বকাপ আসরে খেলার মাঠে রেকর্ড হচ্ছে প্রতিদিনই। যার প্রভাবে ভার্চুয়াল বিশ্বও মেতে উঠেছে।

গত ২৩ জুন বুধবার ইংল্যান্ড ও সলভেনিয়ার খেলা নিয়ে ফিফার সাইটে অপ্রত্যাশিত রেকর্ড সূচিত হলো। খেলাটির তাৎক্ষণিক আপডেট জানতে দুটি দেশের ভক্তরা ফিফা ডটকম সাইটে ৪১ কোটি বার হিট করে।  

ফিফা সূত্রে জানা যায়, একই সময়ে আমেরিকা ও আলজেরিয়ার খেলাও অনুষ্ঠিত হয়। তাদের খেলার আপডেট জানতেও ফিফা ডটকম সাইটে লক্ষধিক হিট পড়ে। উল্লেখিত দুটি খেলা শেষ হওয়ার পরের ৬০ মিনিটে ১২ কোটি ৬০ লাখ বার হিট পড়ে। যা ফিফা আয়োজক কমিটিকেও বেশ অবাক করেছে।

অন্যদিকে জার্মান ভক্তরা প্রতিদিন গড়ে ৭৬ মিনিট ফিফা সাইটে অবস্থান করে। টুর্নামেন্টের আপডেট, ভিডিওচিত্র ও বিশ্বকাপের তথ্য পেতে স্পেন ভক্তরা ফিফা সাইটে প্রতিদিন গড়ে ৬৫ মিনিট সময় কাটাচ্ছেন। আর যুক্তরাজ্য ভক্তরা এ মূহুর্তে প্রতিদিন গড়ে ৪৪ মিনিট সময় দিচ্ছেন ফিফা সাইটে। তবে বিশ্বকাপ থেকে ইংল্যান্ড ছিটকে পড়ায় ইংল্যান্ড ভক্তদের উৎসাহে খানিকটা ভাটা পড়েছে বলে সাইটে হিটের সংখ্যাও কমেছে অনেকটা। ওয়েভইউজার

বাংলাদেশ স্থানীয় সময় ১৩০১ ঘণ্টা, জুন ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।