ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

লক্ষ্মীপুরে ২ দিনের বিজ্ঞানমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
লক্ষ্মীপুরে ২ দিনের বিজ্ঞানমেলা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার স্কুল-কলেজসহ ২৭টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বেলুন উড়িয়ে দুদিনের এ মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন প্রমুখ।  

এ সময় অতিথিরা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের তৈরিকৃত কারিকুলাম পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।