ঢাকা: অমর একুশের শহীদ স্মরণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) প্রস্তুতকৃত বাংলা টেক্সট টু স্পিচ, বাংলা স্পিচ টু টেক্সট ও বর্ণ বাংলা ওসিআর অ্যাপস এবং পূর্ণ বাংলা ফন্ট উদ্বোধন করা হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে এসব উদ্বোধন করবেন।
এছাড়া শহীদদের স্মরণে টেলিটকের ই-সিম সেবা এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কথা বলার অ্যাপ ‘আলাপ’ এর নতুন সংস্করণের উদ্বোধন এবং বিটিসিএলের ইন্টারনেট সেবা জিপন’র জন্য বিশেষ সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করবেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এমআইএইচ/এসআরএস