ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকাউন্টের নাম বদলাতে যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকাউন্টের নাম বদলাতে যা করবেন

গুগল অ্যাকাউন্ট তৈরির পর প্রতিষ্ঠানটির সব সেবায় আপনার নাম স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যায়। জিমেইল, ইউটিউব, ড্রাইভ, ফটোজ ইত্যাদি সেবা ব্যবহারের সময় সেই নামই থাকে।

এই নাম পরিবর্তনের প্রয়োজন দেখা দিতে পারে যেকোনও সময়।

তবে কাজটা সহজ না হওয়ায় অনেকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান। কিছু ধাপ জানা থাকলে দরকার হবে না নতুন অ্যাকাউন্টের।

- গুগলে চাপ দিন।
- ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যান।
- ওপরের দিকে থাকা পারসোনাল ইনফো অপশনে ক্লিক করুন।
- এবার বেসিক ইনফোর অধীনে নেম অপশন থাকবে। সেখানে ক্লিক করে এডিট অপশন থেকে নাম পরিবর্তন করুন। এক্ষেত্রে আপনার পাসওয়ার্ড চাইতে পারে।
- শেষে ডান-এ ক্লিক করুন।

সূত্র: গেজেটস নাও

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।