ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
দেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন

ঢাকা: কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) সংযোগ বন্ধ থাকায় দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবায় বিঘ্ন হচ্ছে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১২টার পর থেকে এ সমস্যা শুরু হয় বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি।

তবে কক্সবাজারের সি-মি-উই-৫ দিয়ে বিকল্প ব্যবস্থায় সেবা চালু রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।  

সিঙ্গাপুরে ফাইবার কেবল ব্রেক করায় এ সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। শনিবার (২০ এপ্রিল) বিকেলের মধ্যে জানা যাবে এ সমস্যার সমাধান কখন হবে।  

দেশে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিবিএ) সভাপতি ইমদাদুল হক বলেন, গ্রাহকরা আমাদের আইএসপিদের কাছে ফোন করে ইন্টারনেট ধীরগতি সমস্যার কথা বলছেন।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
এমআইএইচ/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।