ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঠিকঠাক চলছে না ফেসবুক-ইনস্টাগ্রাম

প্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৩, ডিসেম্বর ১২, ২০২৪
ঠিকঠাক চলছে না ফেসবুক-ইনস্টাগ্রাম

বিশ্বজুড়ে মেটার বেশ কয়েকটি অ্যাপ ঠিকঠাক কাজ করছে না। দ্য ভার্জ সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে এমনটি বলা হচ্ছে।

 

তাদের অনেক কর্মী জানান, বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস লোড হচ্ছে না এবং এগুলো চালু করার সময় ত্রুটির বার্তা দেখাচ্ছে।  

বাংলাদেশেও ব্যবহারকারীরা বুধবার দিবাগত রাতে মেটার এসব অ্যাপ ঠিকঠাকভাবে কাজ করছে না বলে জানান।  

ব্লুস্কাই, এক্স ও রেডিটে বিভিন্ন ব্যবহারকারীর রিপোর্টে দেখা যাচ্ছে, অনেকেই একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এদিকে ফেসবুকে এক বার্তায় লেখা রয়েছে, আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার চেষ্টা করছি।

ডাউনডিটেক্টরে দেখা যায়, মেটার এই বিভ্রাট বা ত্রুটিতে অনেক মানুষ প্রভাবিত হয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায়, ইনস্টাগ্রামের ডাউনডিটেক্টর পেজে ৭০ হাজারের বেশি রিপোর্ট জমা পড়েছে।  

আর ফেসবুকের ক্ষেত্রে এক লাখেরও বেশি রিপোর্ট জমা পড়েছে বলে জানা গেছে। মেটা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ