স্মার্টফোন ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত নতুনত্বের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ব্র্যান্ডগুলো প্রিমিয়াম মডেলের ফিচারগুলো স্মার্টফোনপ্রেমীদের কাছে এখন আরও সাশ্রয়ী মূল্যে সহজলভ্য করছে।
পানির নিচে ১০ দিন!
মিড-রেঞ্জের টানটান বাজেটে স্মার্টফোন কিনতে গেলে আপনি চাইলে এখন একেবারে ওয়াটারপ্রুফ স্মার্টফোন নিয়ে খুশিমনে ঘরে ফিরতে পারবেন। কী বিশ্বাস হলো না? আপনার মনে জায়গা করে নিতেই এবার স্মার্টফোনের বাজারে আলোড়ন তুলে সম্পূর্ণ পানি ও ধুলাবান্ধব অল-রাউন্ড প্রটেকশন ডিভাইস নিয়ে হাজির হয়েছে রিয়েলমি।
রিয়েলমি সি৭৫-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অত্যাধুনিক পানি ও ধুলা প্রতিরোধী প্রযুক্তি। বাজারের অন্যান্য স্মার্টফোন যেখানে কেবল একটি বা দুটি স্তরের পানি প্রতিরোধক সুরক্ষা দেয়, রিয়েলমি সি৭৫-এর আইপি৬৬, আইপি৬৮ ও আইপি৬৯– প্রতিটি রেটিং আলাদাভাবে পরিপূর্ণ সুরক্ষা প্রদান করে। আইপি৬৬ পানির শক্তিশালী জেটের বিরুদ্ধে, আইপি৬৮ পানির নিচে এবং আইপি৬৯ হাই-প্রেসার, হাই-টেম্পারেচার পানির জেটের বিরুদ্ধে ফোনকে রক্ষা করে। এই সার্টিফিকেশন অনুযায়ী, ফোনটি ০.৫ মিটার পানির নিচে ১০ দিন পর্যন্ত সম্পূর্ণ অক্ষত থাকে! এছাড়া, ২.৫ মিটারে ১২ ঘণ্টা, ২ মিটারে ১ ঘণ্টা এবং ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট ডুবে থাকাসহ উচ্চ চাপের পানি স্প্রে, এমনকি ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানির স্প্রে-তেও কার্যক্ষম থাকে। এজন্য, দুর্ঘটনাবশত পানিতে পড়ে যাওয়া, বৃষ্টিতে ভেজা কিংবা অ্যাডভেঞ্চারের সময়- যেকোনো পরিস্থিতিতেই ফোনটি থাকবে সম্পূর্ণ নিরাপদ।
টেকসইতার নতুন সংজ্ঞা
রিয়েলমি সি৭৫ সেগমেন্টের সেরা ড্রপ-প্রুফ পারফরম্যান্সের মাধ্যমে টেকসইতার নতুন মান নির্ধারণ করেছে। ডিভাইসটি ১.৮ মিটার উচ্চতা থেকে মার্বেলের ওপর সামনের দিকে পড়ে যাওয়ার মতো কঠিন পরীক্ষা সফলভাবে পেরিয়েছে, যা এটিকে তার শ্রেণির সেরা ডিভাইস হিসেবে প্রমাণ করে। স্ট্যান্ডার্ড ল্যাব পরীক্ষাগুলোতে, ফোনটি ০.৯ মিটার উচ্চতা থেকে মার্বেলে ১৫০ বার মুখ থুবড়ে পড়া এবং ১.৫ মিটার উচ্চতা থেকে ৩০ বার একইভাবে পড়া সত্ত্বেও অক্ষত রয়েছে।
এটি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি ৮১০এইচ) এবং টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন অর্জন করেছে, যা এর অসাধারণ স্থায়িত্বকে নিশ্চিত করে। এছাড়াও, ডিভাইসটিতে ব্যবহৃত আর্মরশেল গ্লাস অতিরিক্ত চাপ ও স্ক্র্যাচ থেকে সুরক্ষা প্রদান করে, যা ফোনটিকে আরও শক্তিশালী করে তোলে। এছাড়া, এটি মান অনুযায়ী টেস্ট করা, যার ফলে ফোনটি পড়া বা কম্পনের মতো ধাক্কাও সহ্য করতে পারে।
চার বছরের ব্যাটারি স্থায়িত্বে অনন্য সি৭৫
রিয়েলমি সি৭৫-এ রয়েছে ৬০০০এমএএইচ বিশাল ব্যাটারি, যা একবার চার্জে ২৪ দিন স্ট্যান্ডবাই টাইম, ৫.৫ ঘণ্টা গেমিং, এবং ১২.৬ ঘণ্টা ভিডিও দেখা নিশ্চিত করে। এর ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি ফোনটিকে মাত্র ৩৮ মিনিটে ৫০% চার্জ এবং ৯০ মিনিটে পুরো চার্জ করতে সক্ষম করে। এমনকি-২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও ফোনটি নির্ভরযোগ্য চার্জিং সক্ষমতা প্রদান করে।
এর আরেকটি বিশেষত্ব হলো চার বছরের দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা সম্ভব হয়েছে বায়ো-ইন্সপায়ার্ড উপকরণের ব্যবহারের মাধ্যমে। ফোনটির ব্যাটারি ১৪৬০ চার্জ সাইকেলের পরেও ৮০% এর বেশি হেলথ বজায় রাখতে সক্ষম। এমন ব্যাটারি স্থায়িত্ব ইন্ডাস্ট্রির প্রচলিত মানের দ্বিগুণ, যা টেকসই ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই ফোনটিকে অসাধারণ একটি পছন্দে পরিণত করেছে।
উন্নত চিপসেট ও এআই প্রযুক্তি
স্মার্টফোনটি চালিত হয় হেলিও জি৯২ ম্যাক্স চিপসেট দিয়ে। এতে রয়েছে ২৪ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম (৮ জিবি + ১৬ জিবি), যা সহজে গেমিং, মাল্টিটাস্কিং এবং একাধিক অ্যাপ ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা প্রদান করে। ফোনের ৯০ হার্টজের এফএইচডি ডিসপ্লে নিশ্চিত করে স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স।
রিয়েলমি সি৭৫-এ রয়েছে এআই ক্লিয়ার ফেস প্রযুক্তি, যা ছবি বা ভিডিওর মান উন্নত করতে সাহায্য করে। এই অ্যালগরিদম ছবির অস্পষ্টতা দূর করে মুখের স্পষ্টতা নিশ্চিত করে। এটি ৩ গুণ বা তার বেশি জুম করা ছবিতেও সূক্ষ্ম বিবরণ ও স্পষ্টতা বজায় রাখে।
শক্তিশালী পারফরম্যান্স পেতে আরও যা রয়েছে
অসাধারণ সাউন্ড ও ডিজাইন: ফোনটিতে রয়েছে আল্ট্রাবুম স্পিকার, যা আরও জোরালো এবং স্পষ্ট সাউন্ড সরবরাহ করে। এর আধুনিক ডিজাইন ও রঙ তরুণ প্রজন্মকে আকর্ষণ করবে।
মিনি ক্যাপসুল ৩.০: সবার আগে তথ্য জানতে রিয়েলমি সি৭৫-এ রয়েছে মিনি ক্যাপসুল ৩.০ প্রযুক্তি, যা তথ্য সুনির্দিষ্টভাবে প্রদর্শন করে। গ্র্যাব অর্ডার ট্র্যাকিং এবং অন্যান্য তথ্যের জন্য এই ফিচার দারুণ কার্যকর।
এআই স্মার্ট লুপ: জিটি সিরিজের এআই ফিচারগুলো এখন পাচ্ছেন সি৭৫-এ। ফোনটি কপি করা তথ্যকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এবং এর সম্ভাব্য ব্যবহার উপলব্ধি করতে পারে। এতে দ্রুত অ্যাপ শেয়ারিং এবং কাজের দক্ষতা বাড়ে।
দুর্দান্ত সাউন্ড ও ডিসপ্লে: বড় স্পিকার এবং উন্নত অ্যালগরিদমের সমন্বয়ে সি৭৫ ৪০০% পর্যন্ত সাউন্ড বুস্ট করতে পারে। এটি পার্টি, আড্ডা কিংবা নাচের প্র্যাকটিসের জন্য আদর্শ। ফোনটির ৯০ হার্টজ এফএইচডি ডিসপ্লে আরও উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে।
প্রিমিয়ামের স্পর্শে বাজেটের চমক
স্মার্টফোনের বাজারে নতুন প্রযুক্তি নিয়ে আসা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এমন ডিভাইস খুব কমই দেখা যায়, যা নিজের ক্যাটাগরিতে সত্যিকার অর্থে সীমা ছাড়িয়ে যায়। রিয়েলমির নতুন স্মার্টফোন রিয়েলমি সি৭৫ ঠিক এই কাজটিই করেছে। উন্নত প্রযুক্তি, টেকসই গঠন এবং ব্যবহারকারীদের প্রয়োজন মাথায় রেখে তৈরি এই ডিভাইসটি মিড-লেভেল স্মার্টফোনের ধারণাই বদলে দিয়েছে, যা প্রিমিয়াম ও বাজেট স্মার্টফোনের মধ্যে থাকা সীমারেখাকে কার্যত মুছে দিয়েছে।
আপনি যদি একজন অ্যাডভেঞ্চারপ্রেমী হন; কঠিন পরিবেশে কাজ করা একজন পেশাদার; অথবা শুধুমাত্র একটি নির্ভরযোগ্য ডিভাইস চান, তবে রিয়েলমি সি৭৫-এর লাইটনিং গোল্ড ও স্টর্ম ব্ল্যাক- দুটি রঙের ডিভাইসের যে কোনো একটি হতে পারে আপনার সেরা পছন্দ। রিয়েলমি সি৭৫ এর ১২৮জিবি রমের সঙ্গে রয়েছে ২৪জিবি র্যাম (৮জিবি + ১৬জিবি ডায়নামিক র্যাম) এবং ২৫৬জিবি রমের সঙ্গে রয়েছে ২৪জিবি র্যাম (৮জিবি + ১৬জিবি ডায়নামিক র্যাম) যার বাজারমূল্য ধরা হয়েছে যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকা।
(বিজ্ঞপ্তি)
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪