ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল সার্চ সেবায় ফ্লাইটের তথ্য

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জুলাই ২, ২০১০
গুগল সার্চ সেবায় ফ্লাইটের  তথ্য

প্লেনে ভ্রমণকারীদের জন্য ভিন্ন ধাঁচের চমক নিয়ে আসছে গুগল। ফ্লাইটের ভাড়া, ভ্রমণ সূচী ছাড়াও প্রয়োজনীয় তথ্য গুগলের মাধ্যমে জেনে নেওয়া যাবে।

এ উদ্দেশ্যে গুগল ফ্লাইটভিত্তিক তথ্যসেবা প্রতিষ্ঠান আইটিএ কে ৭০ কোটি ডলারের বিনিময়ে কিনে নিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক আইটিএ সফটওয়্যার প্রতিষ্ঠানটি ১৯৯৬ সালে এমআইটি কমপিউটার বিজ্ঞানীদের নির্দিষ্ট দলের সমন্বয়ে গঠিত। এতদিন আইটিএ নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন এয়ারলাইন, ট্রাভেল এজেন্ট ও ফ্লাইটের তথ্য প্রকাশের সাইটগুলোকে তথ্যসেবা দিয়ে আসছিল। গুগল এর প্রধান নির্বাহী অ্যারিক চিম্যাথ জানান, সম্প্রতি তারা ফ্লাইট সার্চ টুলস উন্মোচনে পরিকল্পনা হাতে নিয়েছে। ফলে ভোক্তারা গুগল সার্চের মাধ্যমে ফ্লাইটভিত্তিক সব ধরনের আপডেট তথ্য জানতে পারবেন।

গুগল এর আগে ট্রাভেলপোর্ট, এক্সপেডিয়া এবং কায়াকা ফ্লাইটভিত্তিক আইটিএ প্রতিষ্ঠানকে ক্রয়ের চেষ্টা করেছিল। তবে গুগলই শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটিকে ক্রয়ে সামর্থ হয়। তবে গুগল উল্লেখিত সেবায় সাফল্য পেলে মাইক্রোসফট হবে তাদের বিপরীত প্রতিদ্বন্দ্বী। কারণ বিং ট্রাভেল সেবার মাধ্যমে মাইক্রোসফট ইতিমধ্যে ফ্লাইটভিত্তিক সার্চ সেবা দিতে শুরু করেছে। তবে আইটিএ কে গুগল নিয়ন্ত্রণে আনায় সমালোচনাও কুঁড়িয়েছে অনেক।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৩০ ঘণ্টা, জুলাই ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।