ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অবৈধ স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন বন্ধের নির্দেশ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, মার্চ ২৪, ২০২৫
অবৈধ স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন বন্ধের নির্দেশ 

ঢাকা: ইন্টারনেট সেবার আওতায় অবৈধভাবে ক্লিন ফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন বন্ধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গত ১৯ মার্চ বিটিআরসি দেশের সব আইএসপি লাইসেন্সধারীদের এ নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে।

 

চিঠিতে বলা হয়, দেশের কতিপয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) যথাযথ অনুমোদন ব্যতিরেকে প্রযুক্তি ব্যবহার করে অনুমোদিত বিদেশি চ্যানেলের ডিস্ট্রিবিউটরদের পরিবেশিত পে-চ্যানেলগুলো পাইরেসি করে বাসা-বাড়িতে ক্লিন ফিডবিহীন অবস্থায় ইন্টারনেট কানেকশনে প্রদর্শন করছে। এছাড়া কিছু কিছু ডিজিটাল প্ল্যাটফর্মেও একই কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সেবার আওতায় বিদেশি চ্যানেলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

এতে আরও বলা হয়, দেশের কিছু আইএসপি প্রতিষ্ঠান অবৈধ প্রযুক্তি/সফটওয়্যার ব্যবহার করে অবৈধভাবে ক্লিন ফিডবিহীন স্যাটেলাইট চ্যানেল প্রদর্শন করছে, যা বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর অনুপযুক্ত।  

চিঠিতে ইন্টারনেট সেবার আওতায় পাইরেসি ও ক্লিন ফিডবিহীন স্যাটেলাইট চ্যানেল প্রদর্শন বন্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ১০ কার্যদিবসের মধ্যে বিটিআরসিকে অবহিত করার জন্য বলা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।