ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দ্রুতই ২০ এমবিপিএস গতির ইন্টারনেট: ফয়েজ আহমদ তৈয়্যব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
দ্রুতই ২০ এমবিপিএস গতির ইন্টারনেট: ফয়েজ আহমদ তৈয়্যব বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যবসহ অন্যরা।

ঢাকা: আইএসপি অ্যাসোসিয়েশনগুলোর মাসে ৫০০ টাকায় ৫ এমবিপিএস গতির পরিবর্তে ১০ এমবিপিএসের ইন্টারনেট দেওয়ার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আমরা চাই অতি দ্রুতই সর্বনিম্ন গতি হিসেবে ২০ এমবিপিএস।  

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটরিয়ামে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ-টিআরএনবি আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক মাসে ৫০০ টাকায় ৫ এমবিপিএস গতির পরিবর্তে ১০ এমবিপিএসের ইন্টারনেট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

গোলটেবিল বৈঠকে ফয়েজ আহমদ তৈয়্যব ছাড়াও বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ মোবাইল অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

পরে ফেসবুকে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, আইএসপি অ্যাসোসিয়েশনগুলোর প্রতিশ্রুতি মতে এখন থেকে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতির সেবা পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে ৫ এমবিপিএসের নিম্ন গতিকে ব্রডব্যান্ডের স্বীকৃতি বাতিলের পথ সুগম হলো।

তিনি লিখেছেন, আমরা চাই অতি দ্রুতই সর্বনিম্ন গতি হিসেবে ২০ এমবিপিএসের নিশ্চয়তা দেওয়া হবে। এজন্য ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডারদের অ্যাকটিভ শেয়ারিংসহ প্রয়োজনীয় পলিসি সাপোর্ট দিতে পলিসিগত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

গোলটেবিল বৈঠকে আইএসপিএবির ৫০০ টাকা দামে ৫ এমবিপিএসের জায়গায় ১০ এমবিপিএস স্পিড সেবা দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই দামে সবাই ইন্টারনেট দিচ্ছে কিনা তা আপনাদেরই মনিটর করতে হবে।  

বৈঠকে রবির কোম্পানি সেক্রেটারি ও চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার তাইমুর রহমান, টেলিটকের এজিএম সাইফুর রহমান খান, ফাইবার এট হোমের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মোস্তফা মামুন হোসেন, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির, আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞা, টিআরএনবি সভাপতি সমীর কুমার দে, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন বক্তব্য দেন। কি-নোট পেপার উপস্থাপন করেন টিআরএনবির সাংগঠনিক সম্পাদক আল-আমীন দেওয়ান।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।