ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সামাজিক যোগাযোগে নতুন চমক ফেইসরিলেশন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, মে ২৪, ২০২৫
সামাজিক যোগাযোগে নতুন চমক ফেইসরিলেশন

প্রচলিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর একঘেয়েমি আর ব্যবসায়িক কৌশলের বাইরে গিয়ে, সত্যিকার সম্পর্ক গড়ার সুযোগ তৈরি করতে এসেছে ফেইসরিলেশন (FaceRelation.com)। ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা, মতামত শেয়ার এবং অর্থবহ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এই নতুন প্ল্যাটফর্মটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ব্যবহারকারী সংখ্যা যেখানে ৩.০৭ বিলিয়ন ছাড়িয়েছে, সেখানে ফেইসরিলেশন কেন আলাদা? এই প্ল্যাটফর্ম প্রকৃত ব্যবহারকারী প্রোফাইলের গুরুত্বে বিশেষ জোর দেয়। এখানে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহারকারীদের পরিচয় বহুস্তর প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হয়, ফলে ভুয়া প্রোফাইল এবং ছদ্মবেশে অনলাইন পরিচয় গ্রহণের ঝুঁকি অনেকাংশে কমে যায়।

ফেইসরিলেশনে জনপ্রিয় বা ভাইরাল কনটেন্টকে অগ্রাধিকার দেওয়া অ্যালগরিদমের উপর নির্ভর করা হয় না। এর পরিবর্তে, সম্পর্ক-ভিত্তিক অ্যালগরিদম ব্যবহার করা হয়, যা বন্ধু, পরিবার এবং ঘনিষ্ঠ সংযোগগুলোর কনটেন্টকে বেশি গুরুত্ব দেয়। ফলে ব্যবহারকারীরা তাদের জন্য প্রকৃত অর্থে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক পোস্টগুলো দেখতে পাবেন।

ডেটা সুরক্ষায় শীর্ষ অগ্রাধিকার দেওয়া হয়েছে ফেইসরিলেশনে। এই প্ল্যাটফর্মে শেয়ার করা সমস্ত বার্তা ও কনটেন্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকে, ফলে তৃতীয় কোনো পক্ষ ডেটা ইন্টারসেপ্ট করতে পারবে না। (নতুন তথ্য): এছাড়া ফেইসরিলেশন ব্যবহারকারীদের জন্য বহুস্তরীয় প্রমাণীকরণ (multi-factor authentication) এবং বায়োমেট্রিক সাইন-ইন সিস্টেমের (biometric sign-in) সুবিধা যোগ করতে যাচ্ছে, যা নিরাপত্তার স্তরকে আরও এক ধাপ উন্নত করবে।

ফেইসরিলেশনের ইভেন্ট-শেয়ার ফিচারটি ব্যবহারকারীদেরকে ছোট সমাবেশ থেকে বড় সম্মেলন পর্যন্ত যে কোনো ধরণের ইভেন্ট আয়োজন এবং বন্ধুদের আমন্ত্রণ জানানোর সুযোগ দিচ্ছে। এখানে RSVP পরিচালনা সহজ ও ব্যবহারবান্ধব।

এই প্ল্যাটফর্মের ইউজার-কেন্দ্রিক ফিড নীতির ফলে, ক্লিকবেইট এবং চাঞ্চল্যকর কনটেন্টের প্রচার সীমিত থাকে। এতে ব্যবহারকারীরা উপকারী ও সত্যিকারের যোগাযোগের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। নতুন করে এতে যোগ হচ্ছে বহুস্তরীয় প্রমাণীকরণ (Multi-Factor Authentication) ও বায়োমেট্রিক সাইন-ইন সুবিধা ও নতুন নিরাপত্তা স্তর।

যারা সামাজিক যোগাযোগমাধ্যমে আসল, নিরাপদ এবং অর্থবহ সম্পর্ক গড়তে চান, তাদের জন্য ফেইসরিলেশনই হতে পারে পছন্দের নতুন মাধ্যম। উদ্যোক্তারা আশা করছেন, এটি বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ার অভিজ্ঞতায় একটি নতুন মানদণ্ড স্থাপন করবে।

এনডি/এমএইচডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।