সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো অপেরা ব্রাউজারের ১০.৬ সংস্করণ। ব্রাউজারটির পরীক্ষামূলক সর্বশেষ সংস্করণ দুই সপ্তাহ আগেই উন্মোচিত হয়।
কারিগরি সূত্র জানিয়েছে, নতুন সংস্করণটি আগের যে কোনো সংস্করণের চেয়ে ৫০ ভাগ বেশি গতিসম্পন্ন। এ সংস্করণে ‘জিউলোকেশন’ নামে নতুন ফিচার যুক্ত হয়েছে। আর ব্রাউজারের সঙ্গে যুক্ত প্রচলিত জাভাস্ক্রিপ্ট বৈশিষ্ট্যের মানোন্নয়নও চলছে। ফলে গুগল ও ফেসবুক সাইট দুটি স্বাচ্ছন্দে ব্রাউজ করা যাবে।
সদ্য উন্মোচিত সংস্করণে অপেরা টার্বো প্রযুক্তি ব্যবহার করা হয়। যা ধীর গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগেও স্বাভাবিক মাত্রার ব্রাউজ করার সুবিধা দেবে। নতুন বৈশিষ্ট্য অ্যাপাচ এর মাধ্যমে অফলাইনে থেকেও ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিট এর ব্রাউজার অ্যাপলিকেশনগুলোতে কাজ করা সম্ভব হবে। উল্লেখ্য, ১০.৬ সংস্করণটি অপেরা ডটকম সাইট থেকেই ডাউনলোড করে নেওয়া যাবে। নতুন সংস্করণ উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহারযোগ্য হবে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১০