এ বছরের জুন মাস পর্যন্ত বিশ্বজুড়ে মোট মোবাইল বিক্রির সংখ্যা ৩২ কোটিরও বেশি ছাড়িয়ে গেছে। ২০০৯ সালের তুলনায় এ বছর মোবাইল বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে ১৩.৮ ভাগ।
এ বছরের মধ্যভাগে নকিয়া বিশ্বব্যাপী ১১ কোটিরও বেশি মোবাইল ফোন বিক্রি করেছে। স্যামসাং বিক্রি করেছে সাড়ে ছয় কোটি মোবাইল ফোন। এ মুহূর্তে বহুল আলোচিত স্মার্টফোন ব্ল্যাকবেরি বিক্রি হয়েছে এক কোটি ১০ লাখের বেশি। অন্যদিকে অ্যাপল বিক্রি করেছে ৮০ লাখ ৭০ হাজার মোবাইল ফোন।
সব মিলিয়ে মোবাইল বিক্রির এ পরিসংখ্যান এর অপরিহার্যতার কথাই ইঙ্গিত করছে। অর্থাৎ বিশ্বের অন্যতম যোগাযোগ মাধ্যম হিসেবে মোবাইল ফোন তার অবস্থান আরও সুদৃঢ় করছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০