অবসরে-ব্যস্ততায় চলতি পথে কিংবা বাসায় কোনোরকম ঝামেলা ছাড়াই সেলফোনে কথা বলা, ট্যাব, নোটবুক কিংবা পিসি থেকে গানশোনা ও মুভি দেখার সুবিধা দিতে মাইক্রোল্যাবের নতুন ৩টি হেডফোন বাজারে নিয়ে এলো কম্পিউটার সোর্স। মাইক্রোল্যাব টি-ওয়ান ও মাইক্রোল্যাব টি-টু মডেলের এই দুটি হেডফোনে রয়েছে সর্বশেষ তারহীন সংযুক্তির ৪.০ ব্লু-টুথ প্রযুক্তি।
টি-ওয়ান টানা ১০ ঘণ্টা এবং টি-টু ১৪ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।
সাদা, কালো ও নীল রঙের টি ওয়ানের ক্রেতারা উপহার হিসেবে পাবেন ক্যারি-কেস।
টি-ওয়ান মডেলের দাম ৪ হাজার ২০০ টাকা এবং কমলা, আকাশি ও সবুজ রঙের মাইক্রোল্যাব টি-টু এর দাম ৩ হাজার ২০০ টাকা। উভয় গেজেটের সঙ্গেই রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।
অপরদিকে তার সংযুক্ত সাদা ও কালো রঙের মাইক্রোল্যাব কে৩৬০ হেডফোনের সঙ্গে মাইক্রো-ফোন বিল্ট ইন থাকায় গান শোনার পাশাপাশি মোবাইলে কথা বলা যায়। এই মডেলটির দাম ১ হাজার ১০০ টাকা।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪