তৈরি পোশাক শিল্পের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) সহায়তায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ শীর্ষক সফটওয়্যার প্রদর্শনী।
তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলছে রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে।
সুনির্দিষ্ট বিষয় বা শিল্পভিত্তিক সফটওয়্যার প্রদর্শনীর লক্ষ্যে বেসিসের উদ্যোগে নিয়মিত অয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে এই বিজনেস সফটওয়্যার শোকেস। এবারের প্রদর্শনীতে কেবলমাত্র গার্মেন্টস ও টেক্সটাইলস শিল্পের সফটওয়্যার প্রদর্শন করা হচ্ছে।
‘আসুন, তুলনা করুন এবং বেছে নিন’ স্লোগানের এই আয়োজনে এবার বেসিসের সদস্যভুক্ত ৮টি কোম্পানি তাদের সফটওয়্যার প্রদর্শন করছে।
বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্পের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের ডেপুটি কো-অর্ডিনেটর হাফিজুর রহমান ও বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি এ তৌহিদ। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাউলি, বেসিসের বর্তমান সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, নির্বাহী পরিচালক সামি আহমেদ, বেসিস স্ট্যান্ডিং কমিটি অন লোকাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির কো-চেয়ারম্যান গোপাল দেবনাথ প্রমুখ।
বিপুল সংখ্যক দর্শনার্থীদের আগমন, বিভিন্ন সফটওয়্যার কোম্পানির উদ্যোক্তা ও নীতি নির্ধারক ব্যক্তিদের উপস্থিতি এবং অংশগ্রহণকারী কোম্পানিগুলোর ইতিবাচক প্রতিক্রিয়ার মাধ্যমে দেশি সফটওয়্যারের বিপণন আরও বাড়বে বলে প্রত্যাশা করা হয় অনুষ্ঠানে।
একটি নির্দিষ্ট জায়গায় একই ধরণের সফটওয়ারের তুলনামূলক বৈশিষ্ট্য এবং এর প্রতিযোগিতামূলক মূল্য সম্পর্কে দর্শনার্থীদের সুস্পষ্ট ধারণা দিতেই এই আয়োজন।
এর আগে বেসিস আয়োজিত এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, হেলথকেয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং রিয়েল অ্যাস্টেট ম্যানেজমেন্ট সফটওয়্যারসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সফটওয়্যার প্রদর্শনীতে ব্যাপক সাড়া আসে।
এবারের প্রদর্শনীতে অংশগ্রহনকারী বেসিস সদস্য কোম্পানিগুলো হচ্ছে - অ্যাডভান্সড ইআরপি (বিডি) লিমিটেড, বেস্ট বিজনেস বন্ড লিমিটেড, সিএসএল সফটওয়্যার লিমিটেড, লজিক সফটওয়্যার লিমিটেড, লেক্সিনার সলিউশন্স, সিসটেক ডিজিটাল লিমিটেড, মিডিয়া সফট লিমিটেড ও ইউরোবাংলা আইটি।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে প্রদর্শনী।
আয়োজন সম্পর্কে আরো জানা যাবে এই www.basis.org.bd/bss ওয়েবসাইটে।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪