ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নির্বাচন কমশিনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র ‘ইভিএম’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, ডিসেম্বর ৪, ২০১৪
নির্বাচন কমশিনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র ‘ইভিএম’

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রশান্ত ভট্টাচার্য উদ্ভাবিত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রদর্শন করা হয়।

অত্যাধুনিক এই মেশিনটি প্রদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজি রকিব উদ্দিন আহমেদ, জাতীয় পরিচয় পত্র প্রদান প্রকল্পের প্রধান ব্রিঃ সালেহ সহ সংশ্লিষ্টরা।



এ বিষয়ে উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং এই মেশিনটি নিতে তারা আগ্রহ প্রকাশ করেছে। পরবর্তিতে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ইভিএম’টি তৈরি করা হবে বলে জানান ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সৈয়দ রেজওয়ানুল হক নাবিল।

সার্ভার সিনক্রোনাইজড ইভিএম প্রজেক্টের তত্ত্বাবধায়নে আছেন নাবিল।

উল্লেখ্য, গত মাসে বিশ্ববিদ্যালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সিলেটের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা মেশিনটি পরিদর্শনে যান।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।