ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

অ্যাপ্লায়েড নেটওয়ার্ক রিসার্চ পুরস্কার পেলেন মিসবাহ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৪
অ্যাপ্লায়েড নেটওয়ার্ক রিসার্চ পুরস্কার পেলেন মিসবাহ

ঢাকা: আন্তর্জাতিক অ্যাপ্লায়েড নেটওয়ার্ক রিসার্চ পুরস্কার (এএনআরপি) পেয়েছেন বাংলাদেশি মিসবাহ উদ্দিন।

আমেরিকার হনলুলু হাওয়াইর হিলটন হোটেলে অনুষ্ঠিত ইন্টারনেট রিসার্চ টাস্কফোর্সের (আইআরটিএফ) ১৯তম অধিবেশনে তাকে এ পুরস্কার দেওয়া হয়।



এর আগে আর কোনো বাংলাশি এ পুরস্কার পান নি। মিসবাহ উদ্দিন সুইডেনের দি রয়্যাল ইন্সটিটিউট অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক ম্যানেজমেন্টের নতুন ধারা ‘নেটওয়ার্ক সার্চ’ নিয়ে গবেষণা করছেন।

নেটওয়ার্কিংয়ে ‘বেস্ট নিউ আইডিয়া’র জন্য প্রতি বছর আইআরটিএফ এ পুরস্কার দেয়। এ পর্যন্ত বিশ্বের ১৭জন এ পুরস্কার পেয়েছেন।

মিসবাহ ২০০৮ সালে ইউরোপিয়ান ইউনিয়নের ‘এরাসমাস মুন্ডাস’ স্কলারশিপ নিয়ে ইউরোপে উচ্চতর গবেষণার জন্য যান।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪ আপডেট: ১৫৩৮

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad