বিশ্বখ্যাত এডেটা ব্র্যান্ডের ‘পিভি১১০’ মডেলের পাওয়ার ব্যাংক ডিভাইস এখন দেশে। প্রযুক্তিপণ্য ব্যবহারকারীরা ডিভাইসটির মাধ্যমে ভ্রমণে, চলার পথে বা জরুরী মূহুর্তে মাইক্রো-ইউএসবি চালিত স্মার্টফোন, ট্যাবলেট পিসি, পিডিএ, পিএসপি, এমপিফোর প্লেয়ার সহ বিভিন্ন ডিভাইসে দ্রুত চার্জ দিতে পারবে।
পণ্যটির বিশেষ সুবিধা ৩.১এ আউটপুটের ডুয়াল ইউএসবি পোর্ট যার মাধ্যমে একইসাথে ট্যাবলেট পিসি এবং স্মার্টফোনে চার্জ দেয়া যায়।
এতে ১০৪০০এমএএইচ ধারণক্ষমতার লিথিয়াম ব্যাটারি থাকায় স্মার্টফোনে সম্পূর্ণ ৫ বার এবং ট্যাবলেট পিসিতে ১.৫ বার চার্জ দিতে পারবে ব্যবহারকারীরা।
ডিভাইসটির নিরাপত্তায় রয়েছে ওভার টেম্পারেচার সুরক্ষা, শর্ট সার্কিট সুরক্ষা, ওভার-ভোল্টেজ সুরক্ষা, ওভার-চার্জ সুরক্ষা সহ দরকারি সব সুবিধা।
সুদৃশ্য এবং মসৃণ অ্যালুমিনিয়ামের আবরণের এই পাওয়ার ব্যাংক ডিভাইসটি ইস্পাত, সোনালি, গোলাপি এবং নীল রঙে পাওয়া যাচ্ছে।
১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ পাওয়ার ব্যাংকের দাম ২ হাজার ৫’শ টাকা।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪