ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

‘কম মূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট চাই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
‘কম মূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট চাই’ ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগ গ্রাহক বিদ্যমান দামের চেয়ে কম দামে ইন্টারনেট ব্যবহারের সুযোগ চান। সেই সঙ্গে প্রায়ই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তাই নিরবচ্ছিন্ন ইন্টারনেট চান গ্রাহকরা।  

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের উদ্যোগে ৯০০ জন ইন্টারনেট গ্রাহকের ওপর পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে।  

জরিপে বলা হয়েছে, ইন্টারনেট সার্ভিস সংক্রান্ত প্রশ্নের উত্তরে ৫৭ শতাংশ বলেছেন, ইন্টারনেট সার্ভিসের মান মোটামুটি। তবে ব্যবহারকারীদের সবাই আরও বেশি গতি চান। এর মধ্যে ৪৬.২ শতাংশ বলছেন, ইন্টারনেটের সংযোগ প্রায়ই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেক্ষেত্রে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা পাওয়া ব্যহত হয়।  

এতে বলা হয়, ৮১ শতাংশ ব্যবহারকারী আরও কম দামে ইন্টারনেট চেয়েছেন। ৫৮ শতাংশ বলেছেন, কীভাবে ইন্টারনেটের মান আরো উন্নত করা যায় সে নির্দেশনা প্রয়োজন। ১৭ শতাংশ নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা চেয়েছেন।  

‘কেমন ইন্টারনেট চাই’ শীর্ষক সংলাপে এসব তথ্য তুলে ধরা হয় আইসিটি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইসিটি জার্নালিস্ট ফোরাম ও এক্সপো মেকার যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জার্নালিস্ট ফোরামের সভাপতি মুহম্মদ খানের সভাপতিত্বে সংলাপে আলোচনায় অংশ নেন বেসিসের সহ সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ ওপেন ইন আইটির লুনা শামসুন্নাহার, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের মুনির হাসান, গ্রামীণফোনের হেড অব স্ট্র্যাটেজি এরল্যান্ড প্রেস্টগার্ড, আইএসপিএবি’র সাধারণ সম্পাদক এমদাদুল হক।     

আলমাস কবির বলেন, সরকার ব্যান্ডউইথের দাম কমালেও খুচরা পর্যায়ে তা কমেনি।   ঢাকায় যে দামে ইন্টারনেট পাওয়া যায়, এর বাইরে অনেক বেশি টাকা পরিশোধ করতে হয়।

লুনা শামসুন্নাহার বলেন, ইন্টারনেটের মানের আরো উন্নয়ন প্রয়োজন। না হলে তথ্য প্রযুক্তি খাতে কাঙ্খিত মাত্রার উন্নতি হবে না।      

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad