ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খেলার ছলে পড়ালেখা প্যারেন্টাল কন্ট্রোল ট্যাবে

মফিজুল সাদিক ও আবু খালিদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
খেলার ছলে পড়ালেখা প্যারেন্টাল কন্ট্রোল ট্যাবে ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তথ্য প্রযুক্তি শুধু আমাদের দৈনন্দিন জীবন-যাপনকে সহজ করেনি সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদেরও নানা উপকারে এসেছে। বাচ্চাদের পড়ালেখা ভালো না লাগাটাই স্বাভাবিক।

কিন্তু জি কাইটি নাইন তৈরি করেছে এমজি কিডো নামের এক ধরনের ট্যাবলেট পিসি, যার মাধ্যমে সোনামনিরা খেলার ছলে পড়ালেখা করতে পারবে।

এতে রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপস। এটি সন্তানদের হাতে দেওয়া হলে তারা কোথায় যাচ্ছে, কি কি করছে তা জানিয়ে দেবে বাবা-মাকে। এর ফলে তাদের প্রতিটি কার্যক্রম সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন পিতা-মাতা।

এছাড়া ট্যাবে রয়েছে অনেকগুলো অডিও ভিজ্যুয়াল অ্যাপ্লিকেশন, যা নিশ্চিত করবে শিশুর দৃঢ় ও মজবুত শিক্ষা ভিত্তি।

এর প্রোটেক্টিভ কেসিংও বাচ্চাদের বিশেষ উপযোগী করে তৈরি করা হয়েছে। এটি ট্যাবলেট পিসির তুলনায় অনেক মজবুত ও শক্ত। এতে রয়েছে উন্নতমানের আইপিএস ডিসপ্লে ও আকর্ষণীয় অাউটলুক।

এমজি কিডো ট্যাবলেট দিয়ে বাচ্চারা নানা ধরনের আল্পনা থেকে শুরু করে প্রাথমিক বর্ণমালাও শিখতে পারবে। এছাড়া প্রতিটি মুহূর্তে এটি খোলার সময় নানা অঙ্কও শিখতে পারবে বাচ্চারা। ইংরেজি ওয়ার্ড শেখার জন্য রয়েছে এক ধরনের ছবি আঁকার ব্যবস্থাও। এতে বাচ্চারা যেমন বিভিন্ন ছবিতে রং করতে পারবে, তেমনি নতুন নতুন শব্দও শিখতে পারবে।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার মেলার শেষ দিনে পিতা-মাতাদের কাছে এটি অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

এ ট্যাবের মূল্য ১০ হাজার টাকা হলেও ক্রেতারা মেলায় ৬ হাজার ৯৯৯ টাকায় কিনতে পারছেন।

সন্তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ ও খেলার ছলে পড়ালেখা শেখানোর জন্য পিতা-মাতাদের এক ধরনের আগ্রহ সৃষ্টি হয়েছে এ ট্যাবটির প্রতি।

অন্যদিকে ওকাপিয়া স্টলে দর্শনার্থীদের জন্য এক ধরনের ফুটবল ভিডিও গেমের ব্যবস্থা করা হচ্ছে। এতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে স্ক্র্যাচ কার্ড, টি-শার্ট ও আর্কষণীয় ব্যাগ।

ফুটবল খেলায় পাঁচ হাজার স্কোর তুলতে পারলে ব্যাগ, ছয় হাজার স্কোর তুলতে পারলে টি-শার্ট দেওয়া হচ্ছে। এছাড়া ১০ হাজার স্কোর তুলতে পারলে দেওয়া হচ্ছে ম্যাজিক স্ক্র্যাচ কার্ড। কার্ডে মিলছে নগদ অর্থসহ নানা ধরনের উপহার।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪


** ‘কম মূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট চাই’
** আসুস-লেনোভো ট্যাবে বিশেষ ছাড়-উপহার
** মেলায় শুধুই ছাড়!
** মেলায় টুইনমস ট্যাবের বিক্রি ভাল
** মেলায় বিনামূল্যে ছাড় কুপন দিচ্ছে সিম্ফনি
** মেলায় ৪,৮০০ টাকায় স্যামসাং ক্লোন ‘পি১২০০’
** একটি ম্যাক্সিমাস কিনলে একটি ফ্রি
** মেলায় ‘হাইওয়ে চেইজ’এ আকর্ষন
** ট্যাবলেট পিসিতে চার হাজার টাকা ছাড়
** এসারের পণ্যে লাখ টাকা পর্যন্ত নগদ উপহার
** মেলায় সাড়ে ৪ হাজারে বাচ্চাদের ট্যাব
** স্মার্টফোন ট্যাব মেলায় নতুন জিওমি ‘মি৪’
** মেলায় প্রেসটিজিও পণ্যে ব্যাপক চাহিদা
** নজর কেড়েছে লেনেভোর ইয়োগা ট্যাবলেট
** আসুসের বান্ডেল অফারে ৬ হাজার টাকা ছাড়!
** গ্রামীণফোনের পণ্য কিনলেই উপহার
** গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু
** চলছে ‘বিজনেস সফটওয়্যার শোকেস’
** স্মার্টফোন-ট্যাব মেলায় মিলবে রকমারি হ্যান্ডসেট
** শুক্রবার থেকে স্মার্টফোন ও ট্যাব মেলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।