রাজশাহী: রাজশাহীতে পাঁচ দিনব্যাপী কম্পিউটার মেলা শুরু হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী-২০১৪ নামে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।
বাংলাদেশ কম্পিউটার সমিতি, রাজশাহী শাখার উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ মেলা আগামী রোববার (২১ ডিসেম্বর) শেষ হবে।
রাজশাহী মহানগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ কম্পিউটার প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহীর-২০১৪ আহ্বায়ক আশরাফ সিদ্দিকী নূর।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এএইচএম মাহফুজুল তারিফ, সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহীর সাধারণ সম্পাদক আবুল ফজল হাসেমী প্রমুখ।
আয়োজকরা জানায়, মেলায় মোট ৫৫টি প্যাভিলন রয়েছে। এসব প্যাভিলন থেকে দর্শনার্থীরা সুলভ মূল্যে বিশ্বের বিভিন্ন দেশের দামি ব্যান্ডের কম্পিউটার, ট্যাব, ল্যাপটপ থেকে শুরু করে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত নানান যান্ত্রপাতি কিনতে পারবেন।
এছাড়াও মেলায় মোস্তফা জব্বারের সঞ্চালনায় ‘মাল্টি মিডিয়া ক্লাশ রুম’ শীর্ষক সেমিনার ও অভিজ্ঞদের দিয়ে ‘ঘরে বসে আয়ের উৎস’ শীর্ষক সেমিনারের আয়োজন রয়েছে। মেলায় দর্শনার্থীদের জন্য থাকবে আর্কষনীয় কুইজের আয়োজন।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘন্টা, ডিসেম্বর ১৭, ২০১৪