ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসুস’র জেনবুক হাই-এন্ড আল্ট্রাবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
আসুস’র জেনবুক হাই-এন্ড আল্ট্রাবুক

নামকরা প্রযুক্তিপণ্য ব্র্যান্ড আসুসের জেনবুক সিরিজের হাই-এন্ড মাল্টিমিডিয়া আল্ট্রাবুক দেশের বাজারে পাওয়া যাচ্ছে। ইউএক্স৩২এলএ মডেলের এই আল্ট্রাবুকের পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।



মাত্র ১.৪৫ কেজি ওজনের এই আল্ট্রাবুকের ডিসপ্লে ১৩.৩-ইঞ্চি। বিনোদনের জন্য পাওয়া যাবে সনিকমাস্টার অডিও ফিচার। গ্রাফিক্স নিয়ে যারা কাজ করেন এটি তাদের জন্যও উপযুক্ত।

এতে ইন্টেল এইচডি গ্রাফিক্স ৪৪০০ চিপসেটের বিল্ট-ইন গ্রাফিক্স রয়েছে।

১.৭০ গিগাহার্জ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই-৫ প্রসেসর, ৮ জিবি ৠাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, এইচডি ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, মেমোরী কার্ড রিডার, এইচডিএমআই পোর্ট, ৩টি ইউএসবি ৩.০ পোর্ট, মিনি ডিসপ্লে পোর্ট সহ দরকারি সব সুবিধাই এতে বিদ্যমান।

২ বছরের আর্ন্তজাতিক বিক্রয়োত্তর সেবাসহ আল্ট্রাবুকটির দাম ৬২ হাজার ৫’শ টাকা।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।