সাভার: সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শুরু হয়েছে দু’দিন ব্যাপী কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।
১৭তম এ সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের ২৮টি দেশের প্রযুক্তিবিদরা।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সম্মেলনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ডিআইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান ও টেলিকমিউনিকেশন কোম্পানি রবির’র ডিজিটাল সার্ভিসের প্রধান মনজুর আহমেদ।
দু’দিন ব্যাপী এ সম্মেলনে মোট ৩৬৭টি মৌলিক গবেষণার মূল্যায়ন করা হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথিউ টার্ক।
অনুষ্ঠানে প্রধান অতিথি জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আশা করি ২০২১ সাল নাগাদ সে লক্ষ্য পূরণ হবে।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪