ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাসার ল্যাপটপে ‘শপিং ভাউচার’!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
অ্যাসার ল্যাপটপে ‘শপিং ভাউচার’!

অ্যাসার ল্যাপটপ কিনলে মিলবে ২ হাজার টাকার শপিং ভাউচার। নতুন বছর উপলক্ষে বিশ্বখ্যাত অ্যাসার ব্র্যান্ডের বাংলাদেশ পরিবশেক এক্সিকিউটিভ লিমিটেড অফারটি ঘোষণা করেছে।



প্রাতিষ্ঠানিক সুত্র মতে, ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া অফারটি কার্যকর থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

আর এ সময়ের মধ্যে অ্যাসার’র আলট্রাবুক অথবা ইন্টেল কোরআই৭ প্রসেসরের ল্যাপটপ কিনলে ২ হাজার টাকার, এসার ভিএন সেভেন কোরআই৫ প্রসেসরের ল্যাপটপে ১ হাজার টাকার, এবং পেন্টিয়াম কোয়াড কোর, সেলেরন কোয়াড কোর, কোরআই৩ ও কোরআই৫ প্রসেসরের ল্যাপটপে ৫০০ টাকার এবং অন্যান্য নেটবুক কিনলে মিলবে ২৫০ টাকার শপিং ভাউচার।

উল্লেখ্য, এই শপিং ভাউচার দিয়ে গ্রাহকরা “স্বপ্নে”র যে কোনো আউটলেট থেকে শপিং’র সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।