ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নড়াইলে ৩ দিনব্যাপী ডিজিটাল প্রযুক্তি মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
নড়াইলে ৩ দিনব্যাপী ডিজিটাল প্রযুক্তি মেলা

নড়াইল: অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় নড়াইলে তিন দিনব্যাপী ডিজিটাল প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান এ মেলার উদ্বোধন করেন।



জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মেলার উদ্বোধনী আলোচনা সভায় জেলা প্রশাসক গাফফার খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলার আইটি কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমুখ।

জেলা শিল্পকলা একাডেমী চত্বরে নড়াইল ডিজিটাল লাইব্রেরি, জেলা ডাকঘর, জেলা সমাজসেবা, নির্বাচন অফিসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলে মোট ৫০টি স্টলে মেলাকে সাজানো হয়েছে।

এ মেলা ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। মেলা উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল গুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।