ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্পিকার-ফেসবুক দক্ষিণ এশিয়া প্রধানের সাক্ষাৎ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
স্পিকার-ফেসবুক দক্ষিণ এশিয়া প্রধানের সাক্ষাৎ সংগৃহীত

ডিজিটাল ওয়ার্ল্ড, বিআইসিসি থেকে: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ফেসবুক দক্ষিণ এশিয়ার পরিচালক আঁখি দাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ ভবনে স্পিকারের চেম্বারে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।


 
এসময় সঙ্গে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্পিকার আঁখি দাসকে অবহিত করেন, ৩৫০ জন সদস্যই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে জনগণের আরো কাছাকাছি অবস্থানের মাধ্যমে প্রত্যেকের নিজ নিজ সংসদীয় এলাকার সমস্যা সমাধানে উদ্যোগী হচ্ছেন।

সাক্ষাৎকালে আঁখি দাস বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল।

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ'র চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় আঁখি দাস স্পিকারকে অভিনন্দন জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসময় বলেন, আমাদের নতুন প্রজন্ম ফেসবুকে খুবই সক্রিয় এবং বাংলাদেশে প্রতি দুই মিনিটে একজন করে ফেসবুক ইউজার বাড়ছে।

ঢাকায় অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মেলা ডিজিটাল ওয়ার্ল্ডে যোগ দিতেই আঁখি দাস বাংলাদেশে আসেন।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।