ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল-ফেসবুক বাংলাদেশেও করতে পারি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
গুগল-ফেসবুক বাংলাদেশেও করতে পারি ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ডিজিটাল ওয়ার্ল্ড, বিআইসিসি থেকে: প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমাদের অনেক কিছুর অভাব আছে। কিন্তু মেধার অভাব নেই।

এই মেধাকে কাজে লাগিয়ে আইটি কোম্পানি আর গুগল-ফেসবুক বাংলাদেশেই করতে পারি।
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের পরিশ্রমে দেশ এগিয়ে গেছে দাবি করে জয় বলেন, এই বিপ্লব এমনি এমনি হয় নাই। অনেকে বলে, দেশটা এমনিই এগিয়ে যায়। সেটা যদি হতো, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখন কেন বাংলাদেশ এগিয়ে যায়নি?

আজকে দেশ এগিয়ে গেছে আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের পরিশ্রমের কারণে।

তিনি জানান, আজ আমরা একটা মিটিং করেছি। আমরা ট্র্যাডিশনাল আইপিও থেকে স্মল ক্যাপ-ছোট ছোট কোম্পানির আইপিও করা যায় কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

জয় আরও বলেন, আমরা একটি সেক্টরের (গার্মেন্টস) ওপর নির্ভর করতে পারি না। দেশে শিপ বিল্ডিংয়ের কাজ চলছে। আইসিটি ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এই সেক্টর গার্মেন্টসকে ছাড়িয়ে যাবে। ইতোমধ্যে এর আয় ২৫ মিলিয়ন ডলার থেকে আড়াইশ’ মিলিয়ন ডলার অতিক্রম করেছে।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এজন্য এই গতিতে চললে হবে না। আরও গতিশীল হতে হবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সভাপতি এস এম আশরাফুল ইসলামের স্বাগত বক্তব্যে শুরু হওয়া ওই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক, সচিব শ্যাম সুন্দর শিকদার, বেসিসের প্রেসিডেন্ট শামীম আহসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

** ‘বাংলাদেশে ইন্টারনেট অব থিংকস সম্ভাবনাময়’
** শেষ দিনেও উপচেপড়া ভিড়

** উদ্যোক্তা গড়ার কর্মসূচি আসছে ফেসবুকের
** শারীরিকভাবে অক্ষমদের জন্য ‘ব্রেইন কন্ট্রোল হুইল চেয়ার’
** সফল সফটওয়্যার প্রতিষ্ঠান সেমিকন
** স্পিকার-ফেসবুক দক্ষিণ এশিয়া প্রধানের সাক্ষাৎ
** বাজেটের ৪০ শতাংশ ব্যয়ই হবে অনলাইন মার্কেটিংয়ে
** ডিজিটাল ওয়ার্ল্ডে ‘একুশের বই’
** ডিজিটাল ওয়ার্ল্ড’র সময় বাড়লো ২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।