ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘বাংলাদেশ সামিট-ফিচারিং গুগল ফর এডুকেশন’র সমাপনী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
‘বাংলাদেশ সামিট-ফিচারিং গুগল ফর এডুকেশন’র সমাপনী

ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী “বাংলাদেশ সামিট-ফিচারিং গুগল ফর এডুকেশন ২০১৫”  শেষ হয়েছে। শনিবার সামিটের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান।



শেষদিনে গুগল সাইটস বেসিকস্ অ্যান্ড অ্যাডভান্সড, ইউটিউব ফর এডুকেশন, অ্যাডভান্স লার্নিং অন গুগল ক্রোম, গুগল ড্রাইভ বেসিক অ্যান্ড অ্যডভান্সড, গুগল ক্লাসরুম, অ্যাডভান্সড গুগল হ্যাংআউটস ফিচার, বেসিক অ্যান্ড অ্যাভান্স জি-মেইল ফিচারস্ ও অ্যাডভান্সড গুগল শিটস অ্যান্ড ফরমস্ এর উপর ৮টি সেশান পরিচালিত হয়।   সেশান সমূহ পরিচালনা করেন গুগল এডুকেশন ট্রেইনার ডেভিস এপাস্ (থাইল্যান্ড) ও গুগল সার্টিফায়েড টিচার জন গ্যারি গার্সিয়া (ফিলিপাইনস্), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও প্রফেসর ডঃ সৈয়দ আক্তার হোসেন, সহকারি অধ্যাপক মোঃ মাহামুদুল হাসান ও উপ-পরিচালক ( আইটি) নাদির বিন আলী।  

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান, এমিরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ আক্তার হোসেন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, এ সামিটে শিক্ষার কাজে ব্যবহৃত গুগলের প্রোডাক্টসমূহ বিশেষ করে গুগল আর্থ,  শিক্ষার জন্য ইউটিউব, গুগল সার্চ, গুগল ড্রাইভ, গুগল ক্যালেন্ডার, গুগল হ্যাং আউটস্, গুগল সাইটস্,  গুগল ক্রোম, গুগল ফরমস্ এবং জিমেইল বিষয়ে গুরুত্বপূর্ন সেশানসমূহ  প্রাধান্য পায়। বিভিন্ন ক্যাটাগরিতে ৪২ টি প্রতিষ্ঠানের তিনশত শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবী অংশগ্রহন করে এতে।

অংশগ্রহণকারীরা সনদ ও পুরস্কারের পাশাপাশি আজীবন গুগল এডুকেশন টুলসের বিকাশমান ধারার সাথে সম্পৃক্ত থাকার সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।