ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নেটগিয়ার‘র ১০জি স্মার্ট সুইচ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
নেটগিয়ার‘র ১০জি স্মার্ট সুইচ

যুক্তরাষ্ট্রের বিখ্যাত নেটগিয়ার ব্র্যান্ডের ‘জিএস৭২৮টিএক্স’ স্মার্ট সুইচ বাজারে এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ।

নেটগিয়ারের এই মডেলটির বিশেষ বৈশিষ্ট্য-২টি ১০জি আরজে৪৫, ২টি ১০জি এসএফপি এবং ২৪ টি গিগাবিট পোর্ট।



এছাড়া রয়েছে সহজ এবং ব্রাউজার বেজড্ সুইচ ম্যানেজমেন্ট, ৫১২এমবি ৠাম, ১২৮এমবি ফ্লাশ মেমোরী, ৮০০ মেগাহার্জ প্রসেসর, ১৬কে ম্যাক এন্ট্রিস।

পণ্যটির বাজার মূল্য ৫৫’০০০ টাকা।

আরো জানতে: ‘০২-৯৬১২৬২৯-৩০’

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।