ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাংবাদিকদের জন্য ফ্রি-ফ্রিল্যান্সিং কোর্স

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
সাংবাদিকদের জন্য ফ্রি-ফ্রিল্যান্সিং কোর্স

দেশের প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য বিনামূল্যে বিশেষ ফ্রিল্যান্সিং কোর্সের আয়োজন করতে যাচ্ছে ক্রিয়েটিভ আইটি লিমিটেড।

কর্মশালায় ব্লগিং, গ্রাফিক্স ডিজাইন, ই-মেইল মার্কেটিং, ভিডিও মার্কেটিং এবং আউটসোর্সিং নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

সপ্তাহে দুই দিন করে মোট ১৫টি ক্লাস অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকরা তাদের মেধাকে কাজে লাগিয়ে অনলাইনে আয় করতে পারেন। শুধু দরকার সঠিক প্রশিক্ষণ এবং গাইডলাইন। সাংবাদিকদের মেধাকে কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা গতিশীল করতে ক্রিয়েটিভ আইটি‘র বিশেষ এই উদ্যোগ।

এ উদ্যোগের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০ জনকে স্কলারশীপ দেয়া হবে। প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সংবাদমাধ্যম থেকে মোট ১০ জন করে ৩০ জন সাংবাদিক এই স্কলারশীপ গ্রহণ করবেন।

স্কলারশীপটির জন্য আবেদনের শেষ সময় ২০ মার্চ।

উল্লেখ্য, কমপক্ষে ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পন্নরাই কোর্সটি করতে পারবেন। আবেদনকারীদের যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করা হবে।

বিস্তারিত জানা যাবে http://goo.gl/4iyyqf এই ঠিকানায়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।