ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডোমারে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ৩১, ২০১৫
ডোমারে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।


 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ এনামুল হক বক্তব্য রাখেন।
 
মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ছাড়াও বেসরকারি বিভিন্ন সংস্থার ১৫টি স্টল স্থান পেয়েছে।

ইউএনও মোহাম্মদ শফিউর রহমান জানান, উপজেলা পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের চিত্র, সেবাসহ তথ্য প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ক বিভিন্ন বিষয় উপস্থাপিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দু’দিনের মেলা।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মে ৩১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।