ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশের শ্রেষ্ঠ ডিজিটাল শিক্ষকদের একজন ফেনীর আবদুল মান্নান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, জুন ৫, ২০১৫
দেশের শ্রেষ্ঠ ডিজিটাল শিক্ষকদের একজন ফেনীর আবদুল মান্নান

ফেনী: সারা দেশের শ্রেষ্ঠ ডিজিটাল শিক্ষকদের একজন হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন ফেনী জেলার দাগনভূঞা আতার্তুক মডেল হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক আবদুল মান্নান।

মঙ্গলবার (২ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে মাল্টিমিডিয়া ক্লাসরুমের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতা-২০১৪ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আবদুল মান্নান ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা নিয়ে বৃহত্তর নোয়াখালীতে প্রথম, চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় ও সারাদেশে অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৩৪ জনের মধ্যে অন্যতম।

আবদুল মান্নান সরকারের আর্থিক সহায়তায় ডিজিটাল শিক্ষার জন্য ডিজিটাল মডেল কন্টেন্ট নির্মাণ করে চলছেন।

দাগনভূঞার মেধাবী এই শিক্ষক জনপ্রিয় ওয়েবসাইট ‘শিক্ষক বাতায়নে’ এ পর্যন্ত সাত বার সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৬৫৭ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।