ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

হাইটেক পার্কের কাজে সামিট টেকনোপলিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, জুন ২৬, ২০১৫
হাইটেক পার্কের কাজে সামিট টেকনোপলিস

ঢাকা: ডিজিটাল বাংলাদেশের অন্যতম অনুষঙ্গ গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের বহুল প্রতিক্ষিত দু’টি ব্লকে ডেভেলপার নিয়োগের চুক্তি স্বাক্ষর হবে রোববার (২৮ জুন)।

ওই দিন রাজধানীর একটি হোটেলে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে সামিট টেকনোপলিস’র চুক্তি স্বাক্ষর হবে।



অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি এবং বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

চুক্তির মাধ্যমে হাইটেক পার্কের ২ এবং ৫ নং ব্লকে ডেভেলপার নিয়োগ হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

আইসিটি বিভাগের কর্মকর্তারা জানান, বাংলাদেশের সামিট গ্রুপ এবং ভারতের ইনফিনিটির যৌথ কনসোর্টিয়াম সামিট টেকনোপলিস মূলত দু’টি ব্লকে ভবন তৈরির কাজ করবে।

আগামী ৪০ বছর তাদের ব্যবস্থাপনায় এই দু’টি ব্লকে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে জায়গা বরাদ্দ সংক্রান্ত কাজ পরিচালিত হবে সামিট টেকনোপলিস’র অধীনে।

হাইটেক পার্কের আরও দু’টি ব্লকের কাজ করবে মালয়েশিয়ান একটি প্রতিষ্ঠান। তাদের সঙ্গেও শিগগিরই চুক্তি হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।