ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাতক্ষীরায় ঋণ হিসেবে ল্যাপটপ পেল ৭ যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
সাতক্ষীরায় ঋণ হিসেবে ল্যাপটপ পেল ৭ যুবক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রশিক্ষিত সাত যুবককে ঋণ হিসেবে ল্যাপটপ দিয়েছে জনতা ব্যাংক সাতক্ষীরা শাখা।

বুধবার (১৯ আগস্ট) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের এই ল্যাপটপ দেওয়া হয়।



সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে ল্যাপটপ তুলে দেন।

এ সময় তিনি বলেন, বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। ফ্রি-ল্যান্সিং-এর মাধ্যমে খুব সহজে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। যুবকরাই দেশের মূল চালিকা শক্তি। এজন্য প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবকদের সাবলম্বী করতে পারলে দেশ উপকৃত হবে। এ সময় বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে আনার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জনতা ব্যাংক সাতক্ষীরা শাখার সহকারী মহাব্যবস্থাপক শেখ ফিরোজ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন-জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল কাদের, শাখা ব্যবস্থাপক শেখ বেনজির আহমেদ, শেখ মহিবুল ইসলাম, নূর মোহাম্মাদ, ঋণ প্রদান ডেক্স অফিসার আব্দুর রহিম।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।