ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইইএলটিএস অ্যাপ তৈরি করলেন তরুণ প্রোগ্রামার রুহিন

নি‍উজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
আইইএলটিএস অ্যাপ তৈরি করলেন তরুণ প্রোগ্রামার রুহিন

ঢাকা: IELTS পরীক্ষার্থীদের জন্য “IELTS 4 steps” নামের অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করলেন বাংলাদেশের তরুণ প্রোগ্রামার এস এ এস রুহিন। যেকোন অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।



বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে ইংরেজি ভাষার ওপর দখল থাকতে হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ অধিকাংশ দেশের ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে IELTS পরীক্ষার ভাল গ্রেড দেখাতে হয়।

এ বিষয়গুলো মাথায় রেখে রুহিন অ্যাপসটি তৈরি করেছেন বলে জানিয়েছেন। এক্ষেত্রে বাংলাদেশ, ভারত,যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় অভিজ্ঞ শিক্ষকদের সহযোগিতা নেওয়া হয়েছে।   

IELTS পরীক্ষা কি কিভাবে দিতে হয়? পরীক্ষার চারটি মডিউলের প্রশ্ন কিভাবে আসে? কিভাবে উত্তর দিতে হয় ইত্যাদি টিপস অ্যাপসে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলে ব্যবহারকারীরা যে সুবিধাগুলো পাবেন তা হলো- IELTS পরীক্ষার সম্পূর্ণ ওভারভিউ। একাডেমিক ও জেনারেল ট্রেনিংয়ের মধ্যে পার্থক্য। স্পিকিং মডিউল কি?, কিভাবে অ্যানসার করতে হয়? ইত্যাদি।

এছাড়া রয়েছে দুই হাজারেরও বেশি প্রয়োজনীয় Synonym Antonym। ৩৫০টিরও বেশি প্রয়োজনীয় Vocabulary। British ও American শব্দের পার্থক্য। ৪০টিরও বেশি common Que card এবং  স্পিকিং মডিউল part one এর বিভিন্ন প্রশ্ন উত্তর।  

Google play store এ “IELTS 4 steps” লিখে সার্চ করে মাত্র ১.৬৯ মেগাবাইটের অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে নিতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইল সেট ব্যবহারকারীরা।

অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করে বেশ সাড়া পাচ্ছেন বলে জানান মৌলভীবাজার সরকারি কলেজের সম্মান ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র রুহিন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।