ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চাঁপাইনবাবগঞ্জে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: ‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদেরই হাতে’ -শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে।  
 
ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এ মেলার উদ্বোধন করেন।


 
মেলায় ১৯টি স্টল দেওয়া হয়েছে। উদ্বোধন শেষে জেলা প্রশাসক এসব স্টল ঘুরে দেখেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল কুমার ঘোষ, ভাইস চেয়ারম্যান সোহরাব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা প্রকৌশলী ওয়াহেদুজ্জামান শাওন, সমাজকর্মী অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব মাহতাব উদ্দিন প্রমুখ।
 
পরে, ভারপ্রাপ্ত ইউএনও'র  সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় মেলায় অংশগ্রহণকারী স্টলের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  
 
উপজেলা পোর্টাল, ডিজিটাল উপায়ে কৃষিতথ্য পাওয়া, আইসিটি ক্লাস, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আউটসোর্সিং, লার্নিং অ্যান্ড আর্নিং সেশনের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে এ মেলায়। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী মেলা শেষ হবে।
 
মেলা আয়োজনে সহযোগিতা করছে বেসিস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং গ্রামীণফোন। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।  
 
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।