ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

এফবিসিসিআই’র সদস্য হলো ই-ক্যাব

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এফবিসিসিআই’র সদস্য হলো ই-ক্যাব

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)’ এর সদস্যপদ লাভ করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

এর ফলে একটি পূর্ণাঙ্গ ট্রেড অর্গানাইজেশনের সব ধরনের আনুষ্ঠানিকতা পূর্ণ হল ই-ক্যাবের।



তথ্য মতে, এখন থেকে উভয় প্রতষ্ঠান নিজেদের সাংগাঠনিক কার্যক্রমে পারস্পরিকভাবে  সব ধরনের সহযোগিতা প্রদান করেত করতে চেষ্টা করবে। এছাড়া এই সদস্যপদ লাভ যা ই-ক্যাবকে স্বতন্ত্র সংগঠন হিসেবে কাজ করতেও সাহায্য করবে।

এ বিষয়ে ই-ক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদ বলেন, “এফবিসিসিআইয়ের সদস্যপদ প্রাপ্তি ই-ক্যাবের কার্যক্রমে আরো গতি নিয়ে আসবে, বাংলাদেশের ই-কমার্সের উন্নয়নে এখন থেকে ই-ক্যাব আরো অনেক বেশি জোরালো  ভুমিকা রাখতে পারবে। ”

উল্লেখ্য, ই-ক্যাবের কার্যালয়ে ই-ক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদের কাছে সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ ইকবাল জামাল এফবিসিসিআই এর সদস্যপদ লাভের চিঠি হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।