ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ডি-লিংক’র অল ইন ওয়ান রাউটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
ডি-লিংক’র অল ইন ওয়ান রাউটার

নেটিজেনদের জন্য বহনযোগ্য সুবিধার ‘ডি-লিংক অল ইন ওয়ান রাউটার’ দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। পকেট সাইজের ডিআইআর ৫০৬এল মডেলের এই রাউটারটি একইসঙ্গে রিপিটার, অ্যাক্সেস পয়েন্ট, মোবইল চার্জার এবং স্টোরেজ হিসেবে কাজ করতে পারে।



দুর্বল নেটওয়ার্কেও সাবলীল ওয়েব সার্ফিং সুবিধায় রয়েছে এর রেঞ্জ এক্সটেন্ডার ফিচার।

রাউটারটি স্বাভাবিক কাভারেজের চেয়ে অতিরিক্ত ৫ থেকে ১০ মিটার পর্যন্ত জায়গায় তারহীন সংযোগ সুবিধা বিস্তৃত করতে পারে।   ঘরে-বাইরে ৮ থেকে ১০ মিটারের মধ্যে একসঙ্গে ৮ জন পর্যন্ত  থ্রিজি মডেম বা ব্রডব্যান্ডের একটি ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারেন।

সঙ্গে ইউএসবি পোর্ট থাকায় পেনড্রাইভ, পোর্টেবল হার্ডডিস্ক ব্যবহারের সুবিধাতো আছেই।

এসব  ছাড়াও স্টোরেজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে একই সংযোগে সংযুক্ত ব্যবহারকারীরা ২৫০ জিবি পর্যন্ত মুভি, গান ও ডকুমেন্ট শেয়ার করতে পারবেন।

১৭০০ মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি ক্ষমতার রাউটারটি চলতি পথে চার ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ সুবিধা দিতে সক্ষম।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে  ১৫ শতাংশ ছাড় দেয়ায় ডিআইআর ৫০৬এল এর বর্তমান মূল্য ২০৪০ টাকা।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।