ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাংবাদিকদের আইটি প্রশিক্ষণের সনদপত্র দিয়েছে ক্রিয়েটিভ আইটি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
সাংবাদিকদের আইটি প্রশিক্ষণের সনদপত্র দিয়েছে ক্রিয়েটিভ আইটি

দেশের প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিনামূল্যে বিশেষ আইটি আউটসোর্সিং কোর্স শেষে সনদপত্র প্রদান করেছে ক্রিয়েটিভ আইটি লিমিটেড।

ধানমন্ডিস্থ ক্রিয়েটিভ আইটির প্রধান কার্যালয়ে সোমবার সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রধান নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।

এ সময় আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুন-অর-রশিদ, ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মো. মনির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এ বছরের মার্চে ক্রিয়েটিভ আইটি বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স করানোর উদ্যোগ নেয়। এরপর ঘোষণাটি দেওয়ায় গণমাধ্যম থেকে প্রায় দুই শতাধিক আবেদন আসে।

এর মধ্যে বাছাইকৃত ৩০ জন সাংবাদিককে  প্রশিক্ষণে অংশ গ্রহণের সুযোগ দেওয়া হয়।

এখানে তাদের ব্লগিং, গ্রাফিক্স ডিজাইন, ই-মেইল মার্কেটিং, ভিডিও মার্কেটিং এবং আউটসোর্সিং’এ প্রশিক্ষণ দেয়া হয়।

এছাড়া ১৬ জন প্রতিবন্ধীকে গ্রাফিক্স ডিজাইনে প্রশিক্ষণ দেয়ার শেষে কর্মক্ষেত্রে প্রবেশের জন্য একই অনুষ্ঠানে  সনদপত্র দেয় প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, প্রতিবন্ধীদেরকে সামাজিক দায়বদ্ধতার তহবিল (সিএসআর) থেকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে নিজ প্রতিষ্ঠানেই চাকরি দিয়েছে ক্রিয়েটিভ আইটি।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।